অনেক অখ্যাত বা কুখ্যাত ঐতিহাসিকরা ভারতে মহান দুই জাতি, হিন্দু ও মুসলমানের মধ্যে বিভেদের বা বিবাদের দেয়াল রচনার চেষ্টা করেছেন। তারা জানতেন, হিন্দুধর্মে বহু মত, বহু পথ, বহু দেবদেবী ও বহু কুসংস্কার আছে, তাই তাদের ধর্মান্তরিত করে খ্রিষ্টান করা অত্যন্ত সহজ। এছাড়া, তারা লক্ষ্য করেছেন, হাজার হাজার নয় বরং অজস্র হিন্দু মুসলমান রাজারা স্বধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছে। কিন্তু মুসলমানদের মধ্যে দলে দলে খ্রিস্টান হওয়া কিংবা হিন্দুত্ব, জৈন ও বৌদ্ধ হওয়ার উদাহরণ ইতিহাসে বিরল। অতএব, মুসলমান জাতিকে খ্রিস্টান করতে হলে তাদের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তিদের চরিত্রে কলঙ্ক সৃষ্টি করে এবং চরিত্রহীনদের প্রশংসা করে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যাতে ভবিষ্যতে শিক্ষিত মুসলিম সমাজ স্বধর্মে অবিশ্বাসী হয়ে ওঠে।