চিকেন বারবিকিউ করতে করতেই হঠাৎ সুস্থ-সবল শিল্পপতির স্ত্রী মারা গেলেন। পোস্টমর্টেম রিপোর্ট যেখানে নিশ্চিত করেছে স্বাভাবিক মৃত্যু, সেখানে কেন এক বছর পরে পুলিশ কর্মকর্তা কেস রি-ওপেন করলেন? কেঁচো খুঁড়তে গিয়ে কি সাপ বের হবে, নাকি বের হবে সাপের মতোই অন্য কিছু?
বিষাক্ত কুসুম - ভালো লেগেছে। রহস্য গল্পের যাবতীয় এলিমেন্টস নিয়ে সুন্দর একটা গল্প। দুইয়েকটা জায়গায় একটু খটকা আছে। যেমন - ভিকটিমের কাছে মোবাইল থাকার পরও সে কেন কারো সাথে যোগাযোগ করলো না? - বদ্ধ একটা ঘরে আটকা পড়ার পরও কেন ভিকটিম বের হওয়ার চেষ্টা করলো না? নিষ্কৃতি - ভালো লেগেছে। গল্পটা আরেকটু ডিটেইলসে লিখলে ভালো হতো।
Read all reviews on the Boitoi app
গল্প দুটি রহস্যে মোড়া, প্রতিটি মুহূর্তে টানটান উত্তেজনা। চরিত্রগুলোর মধ্যকার সম্পর্ক এবং দ্বন্দ্ব পাঠককে ভাবায়। শেষ পর্যন্ত কে সত্য বলছে, তা জানার কৌতূহল শেষ পৃষ্ঠার আগ পর্যন্ত ধরে রাখে। তবে রহস্যের জট যেন খুব সহজেই অনুমেয় ছিলো। তবুও কিছু একটা ছিলো যা গল্পে আটকে রেখেছে পুরোটা সময় ধরে। এই দুইটি গল্পই পাঠককে ভাবতে বাধ্য করে, সব কিছু ঠিক যেমন দেখা যায়, আসলে কি তা-ই? ইবুকটি শব্দ সংখ্যা তুলনায় খুবই স্বল্প মূল্যের ছিলো , এটা বেশ ভালো লেগেছে।