শিল্পপতির একমাত্র মেয়ে আয়েশা। তার চারপাশে বিলাসিতা থাকলেও, মনের ভেতর থাকে শৃঙ্খলার শাসন। যখন সে নিজের মতো করে বাঁচতে চায়, তখন আয়েশার বাবা ওর জন্য পাত্র ঠিক করে। কিন্তু আয়েশা ভালোবাসে আশিককে। এনগেজমেন্টের আয়োজনের মাঝেই আশিকের জন্য পালিয়ে যায় আয়েশা। তারপর শুরু হয় ওর অজানা যাত্রা। কিন্তু এই পথে কি শুধু প্রেমই যথেষ্ট? নির্মম বাস্তবতা আর সেই পালানো জীবনে, আয়েশা কি পারবে নিজের স্বপ্নের ঘর গড়তে?