আঠারো শতাব্দীর শেষ সময়, বান্দরবানের কালো পাহাড় দখল করে চলেছে অনাহুত এক শত্রু, যাকে স্বয়ং দেবতা মান্য করে সেখানকার আদিবাসীরা। কিন্তু মারমা তুর্কি উশা এসব বিশ্বাস করতে নারাজ, সাথে তার পাঁচ সঙ্গীর একই বিশ্বাস। কেউ চাইছে তাদের উৎখাত করে এই কালো পাহাড় নিজেদের আয়ত্তে নিতে। কিন্তু কে আর কেন? একদিকে বার্মিজ রাজার শাসন, অন্যদিকে বাঙালির লোলুভ অত্যাচার, সাথে যুক্ত হয়েছে সুবিধাবাদী মৌজা প্রধান। চারদিক থেকে কোণঠাসা উশা ও তার সঙ্গীরা এবং পুরো মারমা জনগোষ্ঠী। কী করে তারা নিজেদের উদ্ধার করবে, সাথে কালো পাহাড়কে এ অপচ্ছায়া হতে বাঁচাবে? দিনশেষে জয় কাদের সঙ্গ দিবে? জানতে হলে ঢুঁ মারতে হবে রিয়াজ মোরশেদ সায়েমের লেখা 'কালো পাহাড়' এর চলমান অন্তর্দ্বন্দ্বের ঘূর্ণিপাকে।