এই গল্পটা নীলাঞ্জনার—আত্মমগ্ন, নিঃসঙ্গ এক মেয়ে, যে নিরাপদ সংসারের আরাম ছেড়ে, অজানা ভবিষ্যতের দিকে পা বাড়ায় তন্ময়ের হাত ধরে। তন্ময়—যার না আছে ঠিকানা, না আছে পরিবার। কেউ বলে, "বউ এলে কপাল ফেরে!" তাহলে কি তন্ময়ের জীবনে এবার সত্যিই সূর্য উঠবে? তবে গল্পটা হতে পারত রুমিরও—এক সাধারণ গৃহবধূ, যে হঠাৎই দেখে নিজের স্বামীকে ঘরের কাজের মেয়ের সঙ্গে এক অনুচিত দৃশ্যে। সমাজ, শ্বশুরবাড়ি, সন্তান—সবকিছুর ভারে চুপ করে সয়ে যায় রুমি। কিন্তু যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন কি মানুষ পাথর হয়ে যায়? নাকি ভেতরে কোনো আগুন জ্বলে ওঠে? এই গল্পটা সাথীরও হতে পারে—আকাঙ্ক্ষায় ভরা এক নারী, যে সংসারের গণ্ডি পেরিয়ে ভালোবাসার নামে হারিয়ে যায় পরকীয়ার বিষাক্ত মোহে। কিন্তু শেষটা? মোহ ভেঙে কি সাথী ফিরে পায় নিজেকে, নাকি হারিয়ে যায় একেবারেই?