একজন তরুণ অ্যাকাউন্ট্যান্টকে অনেক টাকা পাওয়ার প্রস্তাব দিয়ে একটি অন্যায় কাজ করতে বলা হলে সে অস্বস্তিতে পড়ল। কাজটি ঠিক বেআইনী ছিল না, কিন্তু তার কাজটিকে অনৈতিক মনে হলো। সে ইতস্তত করতে লাগল এবং সিদ্ধান্ত নিতে তার মক্কেলকে একদিন সময় দেওয়ার জন্য অনুরোধ করল। রাতে বাড়ি ফিরে এসে চুক্তির শর্তগুলো এবং বিশাল টাকার অঙ্কটি তার মাকে জানাল। তার মা, যিনি সম্পূর্ণ নিরক্ষর ছিলেন, বললেন, "বাছা, আমি তোমাকে একথা বলতে পারি যে, প্রতিদিন সকালে আমি যখন তোমার ঘরে আসি, তখন দেখি তুমি গভীরভাবে ঘুমোচ্ছ।"