ফাহমিদ-উর-রহমান ছবির এলবামের মতো তার এই ভ্রমণ কাহিনিটি লিখেছেন। বিচিত্র মানুষ, বিচিত্র সংস্কৃতি আর ইতিহাসের রত্ন নিয়ে এই কাহিনির ক্যানভাস তৈরি হয়েছে। পড়তে পড়তে পাঠক চলে যায় অতীতে, আবার সে অতীতে ফিরে আসে বর্তমানে। মানুষেরা কথা বলে সজীব হয়ে। আর এই ভ্রমণকথা একই সাথে একটি দেশের ভূগোল, ইতিহাস, সংস্কৃতি, দর্শনীয় কিছু বর্ণনার সাথে একটি জনপদের আধ্যাত্মিক জগতেরও অনুসন্ধান বটে।