হুমায়ূন আহমেদ: আলো-অন্ধকারের যাত্রী। বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর প্রয়াণের বহু বছর পরেও পাঠকের হৃদয়ে তিনি সমান জীবন্ত। কিন্তু ব্যক্তি হুমায়ূন—যিনি ছিলেন নিভৃতচারী, আত্মমগ্ন—তাঁকে কি আমরা সত্যিই চিনেছি? এই গ্রন্থের লেখক ছিলেন তাঁর ছায়াসঙ্গী। প্রায় পনেরো বছর ধরে কাছ থেকে দেখেছেন, অনুভব করেছেন শিল্পীকে, মানুষটিকে। সেই অভিজ্ঞতার অনুপম বর্ণনায় ধরা পড়েছে এক অন্তর্মুখী, রহস্যময় হুমায়ূন আহমেদ—যাঁকে সাধারণ পাঠক খুব কমই চিনেছেন। ‘মাকড়সাভীতি এবং অন্যান্য’ শুধু স্মৃতিচারণ নয়—এ এক অন্তর্দৃষ্টি, এক নিরবধি সংলাপ। যাঁরা হুমায়ূন আহমেদকে ভালোবাসেন, জানতে চান তাঁর অন্তর্জগত—এই বই তাঁদের জন্য এক অপরিহার্য পাঠ।
"হুমায়ূন আহমেদের লেখার মতোই ব্যক্তি হুমায়ূন আহমেদও ভীষণ কৌতূহল জাগানিয়া। আর আমার ধারণা, ব্যক্তি হুমায়ূন আহমেদকে খুব কাছ থেকে, ঘনিষ্ঠভাবে, দেখেছেন-জেনেছেন খুব সামান্যসংখ্যক মানুষ। প্রকাশক-লেখক মাজহারুল ইসলাম সেই বিরল ভাগ্যবানদের একজন। মাজহারুল ইসলামের এই বই হুমায়ূন আহমেদ বিষয়ে তার অন্য লেখাগুলোর মতোই আকর্ষণীয়। পাঠের আনন্দ ষোলআনা নিশ্চিত।"
হুমায়ূন আহমেদের লেখার মতোই ব্যক্তি হুমায়ূন আহমেদও ভীষণ কৌতূহল জাগানিয়া। আর আমার ধারণা, ব্যক্তি হুমায়ূন আহমেদকে খুব কাছ থেকে, ঘনিষ্ঠভাবে, দেখেছেন-জেনেছেন খুব সামান্যসংখ্যক মানুষ। প্রকাশক-লেখক মাজহারুল ইসলাম সেই বিরল ভাগ্যবানদের একজন। মাজহারুল ইসলামের এই বই হুমায়ূন আহমেদ বিষয়ে তার অন্য লেখাগুলোর মতোই আকর্ষণীয়। পাঠের আনন্দ ষোলআনা নিশ্চিত।
Read all reviews on the Boitoi app