প্রিয় মানুষ, তার নামে 'কবুল' করেছিল মাত্র। কনে বিদায় শেষে নববধূকে সাথে নিয়ে বাড়ি ফেরার পথেই বাধল তুমুল গণ্ডগোল। প্রচণ্ড বৃষ্টি, বজ্রপাত, এর মধ্যে রাস্তায় জ্যাম। মলিন মুখটা সবে ভরসার নতুন আশ্রয়টায় মাথা ঠেকিয়েছিল, একটুখানি সান্নিধ্য পেতে। যেন এই মানুষটা তার একাকীত্ব মুছে দেবে, তাকে অভয় দেবে। কিন্তু... সবকিছু এলোমেলো হয়ে গেল। একটা ভয়ানক বজ্রপাত... এরপর সব অন্ধকার। আচমকাই গাড়িতে ভাঙচুর ও ছুরি-চাকুর খেলা। কনে ভয় পেয়ে গগনবিদারী এক চিৎকার দিয়ে জ্ঞান হারাল। ব্যস, ওখানেই সব শেষ! উক্ত ঘটনার পর এক বিভীষিকাময় অন্ধকার নেমে এলো নূহার জীবনে। বেঁচে থাকা কঠিন হয়ে উঠল। জীবনের কঠিন এই সময়ে ভরসার মানুষটাকে কাছে পেয়েছিল নূহা? না কি অন্ধকারেই তলিয়ে গিয়েছে তার জীবন? কোনোদিন কি জানতে পেরেছিল, এটা নেহাৎই একটা দুর্ঘটনা না কি অন্য কারও চক্রান্ত?
খুবই দারুন একটা গল্প পড়লাম।শেষ পর্যন্ত টানটান উত্তেজনা অনুভব হচ্ছিল। এরকম গল্প আরও লেখার অনুরোধ রইলো লেখিকার কাছে।
Read all reviews on the Boitoi app
রুবার আর নুহার ভরসা, ভালোবাসার গল্প!
আজ এটা পড়ার পর আফসোস হচ্ছে আগে কেনো পড়লাম না। ছোট গল্প হলেও একটানা পড়ার মতো। খুব ভালো লেগেছে।