বিয়ের পিঁড়িতে বসে লাজুকতায় জড়বস্তুতে পরিণত হয়েছে লাজলতা। লজ্জায় কুঁকড়ে যাচ্ছে সে। সেই সকাল থেকে সখীদের টিকা-টিপ্পনি সহ্য করে যাচ্ছে সে। এদিকে বরযাত্রীদের আসার কোনো নাম-গন্ধও নেই। কপালে চিন্তার ভাঁজ পড়লো লাজলতার। হঠাৎ হন্তদন্ত হয়ে ছুটে এলো রাসেল। হাঁপাতে হাঁপাতে এসে বললো— “বরযাত্রীর গাড়ি এক্সিডেন্ট হয়েছে.... আকাশ ভেঙে পড়লো লাজলতার উপর। তবে কি স্বপ্নে ভালোবাসার প্রাসাদটা ধ্বসে গেল?... অঁনুরজন ভবনে শোকের ছায়া নেমে এলো! কে করবে এই অপয়া মেয়ে বিয়ে? কী হবে ওর? ভাগ্য ঘুরতে কি সময় লাগে? কে বলেছে লাজলতা অপয়া? এই সমাজ? সমাজের মানুষ কি জানে সেদিন সন্ধ্যায় ঠিক ঘটেছিল? জানতে হলে পড়তে হবে ❝লাজুকলতা❞!
লাজলতা লাজে ডুবে গিয়েছিলাম পুরোটা গল্পের মধ্যে। লাজলতার জন্য তাজের পাগলামো। এতো সুন্দর পরিবার। লাইমাকে দারুণ লেগেছে। পুরোটা গল্পে ডুবেছিলাম। সবকিছু মিলিয়ে সুন্দর ছিলো লাজুকলতা।
Read all reviews on the Boitoi app