আচমকা এসএসসিতে ফেল করা আমাকে বিয়ে দেওয়া হয় এক নেতার সাথে। যে আমার থেকে গুণে গুণে দশ বছরের বড়। স্বভাবতই শিক্ষিত বদরাগী নেতা মানতে পারে না ফেল করা আমাকে। তারপর?
"মানে কী বলব লাবিবা আপুর লেখা মানেই আমার কাছে আস্ত এক আবেগ।আর এই গল্প টা আমার দারুন লেগেছে মানে নেতা সাহেব আর নয়নেন ভালোবাসা টা অসাধারন ছিল। রেটিং করার জন্য যদি ৫ টা অপশন না থেকে আর ও থাকত তাহলে বোধ হয় ভালো হত।এই ই-বুক টা বেস্ট ছিললল!লাবিবা আপুকে এত্তো এত্তো ভালোবাসা আমাদের এমন সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য তাও অনেক দিন পর🙂।যাই হোক গুল্প টা দারুন আমি বলব যে সবার একবার এইটা পড়া উচিত নয় তো আপনারা খুব সুন্দর একটা গল্প মিস করে যাবেন 😭🫶। ভালোবাসা রইলো তোমার জন্য ডার্লিং আর নেতা সাহেবর জন্য ও!"
বেস্ট একটা ইবুক 💝💝💝
Read all reviews on the Boitoi app
মাত্রই নেতাসাহেবকে পড়া শেষ করলাম। সত্যি বলতে গল্পটা ছোটোখাটো একটা মিষ্টি প্যাকেজ ছিলো। একটানা থ্রিলার ধাঁচের গল্প পড়তে পড়তে রিডিং ব্লকে পড়ে যাচ্ছিলাম। এই পরিস্থিতিতে এই ইবুকটি বেশ রিফ্রেশিং একটা ভাইব দিলো। গল্পের কেন্দ্রীয় চরিত্র নয়ন এবং তার নেতাসাহেব। পড়াশোনায় মোটামুটি ধাঁচের নয়নের মাথায় বিয়ের ভূত চাপে। বান্ধবীর কুপরামর্শে সে ইচ্ছে করেই ফেইল করে বসে এসএসসি তে। ফলাফল যা হওয়ার তা-ই হলো। ধরেবেঁধে বিয়ে দিয়ে দেয়া হলো তাকে। এরপরই আমাদের গল্পের মূল কাহিনি শুরু হয়। নয়নের বিচিত্র ভাবনা আর তার বৈবাহিক জীবন কেমন ছিলো তা জানতে পড়ে ফেলুন রম্য ধাঁচের এই মিষ্টি ইবুকটি। লাবিবা আপুর অন্যান্য গল্পের মতো এটাও বেশ সুন্দর ছিলো।পড়ার সময় কখনও হেসেছি কখনও আবার ভালোলাগায় বুদ হয়েছি। কিন্তু কথা হচ্ছে এখন এমন একটা নেতাসাহেব আমি কোথায় পাবো?? 🫠 পার্সোনাল রেটিং: ৫/৫
ভীষণ মিষ্টি একটা গল্প তবে অল্পতে মন ভরেনি। সাদামাটা গল্পটাও যে চমৎকার করে ফুটিয়ে তোলা যায় সেটা নেতা সাহেব গল্পটা পড়লে বোঝা যায়। লেখিকার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ❤️
এক বসাতেই নেতাসাহেবকে পড়ে ফেললাম।ইশ এত ভালো লাগলো।একটা নেতাসাহেব লাগবে🥹।আদনান এবং নয়নের জুটি খুব সুন্দর ছিলো।🤍🫶🏻
এই গল্পটা আরেকটু বড় করলে ভালো হতো। আর গল্পটা অনেক সুন্দর হয়েছে।
আলহামদুলিল্লাহ, আমি এর আগে কখনো লাবিবার ই বই পড়ি নি,এটাই আমার প্রথম পড়া ওর কোনো ই বই।ওর লিখার হাত বরাবর ই অনেক সুন্দর, মার্জিত। ওর শব্দ চয়ন সব সময় ই আমার ভালো লাগে।নেতা সাহেব গল্পটা অনেক সুন্দর। অনেক আগ্রহ নিয়ে এটা পড়তে এসেছিলাম,আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট, গল্পটা আসলেই মারাত্নক সুন্দর হয়েছে। অসমবয়সী সম্পর্ক নিয়ে লিখা এই দারুণ গল্পটা আমার মন ছুঁয়ে গেল।লাবিবা তোমার জন্য শুভকামনা, এমন সুন্দর ই বুক আমাদের উপহার দিয়ে যাও🥹🤍 আমার একটা নেতা সাহেব লাগবে😭
নেতাসাহেব গল্প-টা আরেকটু বড় করে লিখতে পারলে না😒 এত্তো সুন্দর হইসে কি বলবো গল্পটা শুধুই পড়তে মন চাচ্ছে🥹 আমি কালকে রাতে কিনে কালকেই পড়ে ফেলেছি। এত্তো এত্তো সুন্দর হইছে বলে বুঝাতে পারবো না🥺 এত্তো সুন্দর গল্প দেওয়ার জন্য এত্তোগুলা ভালোবাসা লেখিকা-কে🫶🏻 দোয়া রইলো এভাবেই আমাদের দারুণ দারুণ গল্প যেন উপহার দাও😌❤️
আলহামদুলিল্লাহ্ গল্পটা আসলে অনেক সুন্দর হয়েছে আমি লেখিকার আগের অনেক গল্প ফেসবুক পড়েছি আলহামদুলিল্লাহ্ ভালো অনেক ভালো লেগেন দোয়া রইল আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তায়ালা আপনার মনের নেক ইচ্ছা গুলো পূরণ করুন আমিন। আমি বিশেষ করে ইসলামিক গল্প পড়তে ভালোবাসি কিন্তু আপনার লেখা অন্য গল্প গুলো আমার কাছে ভালো লেগেছে তাই অল্প পড়া হয়েছে। জাযাকিল্লাহ্ খাইরান
💚❤️
নেতা সাহেব কে পড়া শেষ🥹🤍 লিখা ছোট হলেও কেমন যেন এক প্রকার ভালো লাগা কাজ করছে পড়তে গিয়ে। অনেকদিন থেকে বই বা গল্প কিছুই পড়া হয় না তাও সময়টা হবে ৪ মাস মতো। আজ চার মাস পর আমি আবার গল্প পড়লাম তাও নেতা সাহেব কে। ভালো লাগছে আমার কাছে। শুধু ভালো বললে ভুল হবে এতোটাই ভালো লাগছে যে এক বসায় শেষ করে ফেলছি আর এখন শেষ করে আপনাকে অনুভূতি লিখছি। নেতা সাহেব কে খুবই আগ্রহ নিয়ে পড়ছি আমি আর যতোটা আগ্রহ নিয়ে পড়ছি ততোটাই পড়ে ভালো লাগছে নিরাশ হইনি আমি। যাইহোক এখন আরেক কথায় আসি!! এমন একটা নেতা সাহেব কই পাবো??😒 এখন নেতা সাহেব দেন একটা!! আর রোমান্টিক গুলোর কথা কিছু না বলি😶 আসলে আমার শরম করে নয়তো বলে আপনারেও শরমে ফেলে দিতাম😶