বর্তমানে আমরা প্রায় সবাই অসুখী জীবন যাপন করছি। কারো মনে সুখ নেই, শান্তি নেই, তৃপ্তি নেই। পেরেশানি, দুশ্চিন্তা আর অস্থিরতা আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। উপরন্তু বেবরকতির নিষ্ঠুর ফাঁদে আমাদের জীবন কঠিনভাবে আটকা। দুনিয়ার জীবনে শুধু সুখ লাভ করা সম্ভব নয়। এখানে সুখ-দুঃখ সমান্তরালে চলে। কিন্তু ইদানীং আমাদের জীবনটা কেমন যেন পুরোটাই দুঃখময় হয়ে উঠেছে। দুর্বিষহ হয়ে উঠেছে। এই দুঃখের ভার একটুও যদি কমাতে চাই, জীবন সুখময় বানাতে চাই, তাহলে সবার আগে কীভাবে সুখী হওয়া যায়, দুঃখ কমানো যায় কিংবা দুঃখকে সুখে পরিণত করা যায়, সেই পথপদ্ধতি জানা প্রয়োজন। ‘সুখী যদি হতে চাও’ সেই পথ-পদ্ধতিরই এক অনন্য সমাহার।