কুরবানি এমন একটি মহান ইবাদত, যার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি আত্মত্যাগ ও আনুগত্যের শিক্ষা গ্রহণ করি। ইবরাহিম (আ.) ও ইসমাঈল (আ.) এর আত্মত্যাগের স্মৃতি ও অনুসরণের মাধ্যমেই কুরবানির এই মহান শিক্ষাকে আমরা ধারণ করি। প্রতিটি ইবাদতের পেছনেই থাকে সুনির্দিষ্ট কিছু নিয়ম-কানুন এবং গুরুত্ব। তবে দুঃখজনকভাবে অনেকেই কুরবানির সঠিক বিধি-বিধান সম্পর্কে অবগত না থাকায় ভুল করেন। এই বইটি সেই প্রয়াসেই লেখা—যাতে সহজ ভাষায় কুরবানির গুরুত্বপূর্ণ মাসআলা-মাসায়েল তুলে ধরা যায়। এই ছোট বইটিতে কুরবানির ফজিলত, বিধি-বিধান এবং কিছু গুরুত্বপূর্ণ মাসআলা সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। সাধারণ পাঠক এবং আমজনতার উপকারার্থে সহজ ভাষায় লেখার চেষ্টা করা হয়েছে; যেন সবাই এর থেকে উপকৃত হতে পারে এবং কুরবানির ইবাদতটি সহীহভাবে পালন করতে পারে। আশা করি, পাঠকগণ বইটি থেকে উপকৃত হবেন এবং ভুলত্রুটি থাকলে তা পরামর্শের মাধ্যমে আমাকে সংশোধনের সুযোগ দিবেন।
কুরবানীর মৌলিক মাসআলাগুলো যেন সবাই জেনে নিতে পারে সেই উদ্দেশ্যে বইটি লেখা হয়েছে। সঠিকভাবে কুরবানী করতে বইটির পাঠ সবার জন্যই উপকারী হবে ইনশাআল্লাহ।
Read all reviews on the Boitoi app
সংক্ষিপ্তভাবে কুরবানী সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়গুলো জানার জন্য খুব সুন্দর একটি বই।
সংক্ষিপ্ত বর্ণনায় জরুরী প্রয়োজনীয় মাসআলা সহজ ভাষায় বলা হয়েছে।