একটি কলম আর চুরি যাওয়া ৭টি হীরা, যা ঘটনাক্রমে খুঁজে পায় ক্লাস নাইনে পড়া ৫ বন্ধু। চোরাচালান চক্র হীরাগুলো পাচারের অস্ত্রস্বরূপ একটি কলমকে বেছে নিলে, ঘটনাক্রমে সেই কলমটি ওই ৫ বন্ধুর একজন কিনে অন্য আরেকজনকে উপহার দিয়ে দেয়। কীভাবে তারা সন্দেহ করে কলমে কিছু আছে? কারা ছিল সেই দেশদ্রোহী চক্র? কীভাবে তারা উদ্ধার করেছিল বাকি হীরা? পুরো ঘটনাটাকেই বর্ণনা করা হয়েছে "কলম রহস্য" বইটিতে।