ইসলামে নারীর মর্যাদা ইতিহাস এবং বিভিন্ন ধর্ম ও সমাজের দিকে তাকালে আমরা নারীকে নিয়ে চরম বাড়াবাড়ি ও অবমাননার নিষ্ঠুর ও করুণ এক রূপ দেখতে পাই। কিছু ধর্ম ও সমাজ নারীকে দেবীর আসনে বসিয়েছে এবং তাকে পূজা করেছে; আবার কিছু ধর্ম তাকে মানুষ হিসেবেই গণ্য করেনি এবং তার অস্তিত্ব সহ্য করতে চায়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রেরিত হয়েছিলেন, তখনকার আরব সমাজে কন্যাসন্তানকে অভিশাপের দৃষ্টিতে দেখা হতো এবং তাদের জীবন্ত কবর দেওয়া হতো। ভেবে দেখুন, মানুষ কত নীচ ও বর্বর হলে এমন নিষ্ঠুর হতে পারে! মক্কা শহরের বাইরে একটি জায়গা ছিল, যেখানে এই নিষ্পাপ শিশুদের দাফন করা হতো।