"এভাবে তাকিয়ে আছেন কেন? আমার অস্বস্তি হচ্ছে।" "আমার দৃষ্টির গভীরতা যদি বুঝতে, জ্ঞান হারিয়ে ফেলতে তুমি।" হুমায়রা স্তব্ধ। বুকের ভেতর অজানা ভয়েরা কুঁকড়ে উঠছে। রিজভান ধীরে ধীরে দুই কদম এগিয়ে এলো। ওর মুখোমুখি দাঁড়িয়ে গভীর চোখে তাকালো হুমায়রার দিকে। তাদের মাঝখানে নিঃশব্দের দেয়াল—শুধু নিঃশ্বাসের শব্দে তা ভাঙতে চায়। রিজভানের গরম নিশ্বাস হুমায়রার গালে স্পর্শ করতেই সে কেঁপে উঠল। "তোমাকে অন্য কারো সঙ্গে আমি সহ্য করতে পারি না, হিমু। তবুও কেন তুমি বারবার আমাকে অধৈর্য করে তুলছো?" ভালোবাসা আর অবিশ্বাসের দ্বন্দ্বে—শেষ পর্যন্ত কে জিতবে?
প্রতিটি গল্পের মত এটাও অসাধারণ। সত্যিকারের ভালোবাসা থাকলে শেষটাও সুন্দর হয়। ধন্যবাদ আপুনি এতসুন্দর গল্পগুলো লেখার জন🌸🥀
Read all reviews on the Boitoi app
হুমায়রার জন্য খারাপ লেগেছে প্রথমে।কিন্তু শেষে ওর ভালো থাকা দেখে ভালো লাগছে।রিজভান প্রথমে যে নাটক করল,মনে হয় ভালোবাসেই না।😑
সানজিদা আপুর লেখা বরাবরই খুব ভালো লাগে... হামরাজ গল্পটাও সুন্দর ছিল, ভালোই লেগেছে...শুভকামনা আপু..💖💖
আরও ইকটু পড়তে পারলে ভালো লাগতো এত্ত সুন্দর ছিল 🥰