আমার প্রতিবেশী কুশল ভাই। মানুষটা গুণে গুণে আমার চেয়ে দশ বছরের বড়। চলাফেরায় গাম্ভীর্য আছে, বলে কখনোই আমাদের মাঝে প্রতিবেশীমূলক স্বতঃস্ফূর্ততা ছিল না। কথাবার্তাও হয়নি কখনো। আসলে প্রয়োজনও পড়েনি। হয়তো আর পাঁচটা মানুষের মতোই কুশল ভাই কোনোদিন আমার মনোযোগের কারণ হতো না। কিন্তু কালবৈশাখীর প্রথম ঝড় আমার জীবনে বিরাট এক পরিবর্তন নিয়ে হাজির হলো। যেখান থেকে শুরু হলো আমাদের কাছে আসার গল্পটা...
"মনটা বিষন্ন ছিল ইবুকটা পড়ে একদম ফুরফুরে হয়ে গেল! তোমার লেখায় সত্যিই ম্যাজিক আছে প্রভা। এত মাধুরি মিশিয়ে লেখো! দারুণ লেগেছে ইবুকটা। ভালোবাসা এত সুন্দর কেন! এখন তো এটা পড়ে আমার বিয়ে বিয়ে পাচ্ছে! এমন পরম যত্নে আগলে রাখা একটা কুশল তো আমিও ডিজার্ভ করি🤍"
প্রভা আপুর লেখার উপর বিশ্বাস রেখেই না ভেবেই বইটা কিনে ফেলেছি।মাশাল্লাহ বরাবরের মতই সুন্দর, সাবলীল লেখনী। কিন্ত সত্যি বলতে আমি পড়ে তৃপ্তি পাইনি।কারণ, আমার মনে হচ্ছিল অনেক অল্পতেই শেষ হয়ে গেছে।আরেকটু বোধহয় এক্সটেন্ড করা যেত। কুশল জুনের একসাথে ঈদ কাটানোর পরে শেষের পার্ট না দিয়ে মাঝখানে তাদের আরেকটু টুকটাক সুন্দর,সংসারী মুহূর্ত দেখিয়ে শেষ করলে হয়তো কমপ্লিটলি তৃপ্তি লাগতো।বাকি সবটা খুবই আরাম আরাম লেখা।একদম সহজ, জটিলতাহীন মিষ্টি দাম্পত্য। আরেকটা বিষয় হলো-39 পৃষ্ঠার বইয়ের তুলনায় 35টাকা দামটাও আমার বেশি লেগেছে।অনেক ই বুক এর 50+ পেইজ হয়েও দাম 30 টাকা হলে সেক্ষেত্রে এই বইয়ের দাম বেশি। যাই হোক, সবার এত সুন্দর সুন্দর প্রশংসার মাঝে একটু অন্যরকম মন্তব্য করতে দ্বিধা করছিলাম(অনেকটা ভয়ই বলতে গেলে)। আবার নিজের একচুয়াল মনোভাব না প্রকাশ করেও শান্তি পাচ্ছিলাম না।পরে ভাবলাম পাঠক হিসেবে আমি আমার মতামতটা জানাতেই পারি।তাই দ্বিধা কাটিয়ে সাহস করে শেষমেশ করেই ফেললাম। পরিশেষে বলতে চাই-প্রভা আপুর লেখার উপর আমি বিশ্বাস করি।আপুর 2টা বই ও আমি পড়েছি। মাশাল্লাহ।অনেক শান্তি পেয়েছি পড়ে, ভালো লেগেছে। এত সমৃদ্ধ শব্দভান্ডার সম্পন্ন লেখা!আপু আরও অনেক ভালো করুক। অনেকদূর এগিয়ে যাক লেখালেখির এই যাত্রায়।💞
Read all reviews on the Boitoi app
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপু এত এত সুন্দর লাগলো মনটাই ভালো হয়ে গেল। অনেক অনেক দোয়া আর ভালবাসা রইলো প্রিয় লেখিকা আপু। সব সময়ই আল্লাহ আপনাকে ভালো রাখুন এবং নেক হায়াৎ দান করুন। ভালবাসা নিবেন আপু ❤️❤️
মিষ্টি একটা গল্প
Choto but khub sundor golpo
ছিমছাম সুন্দর একটা গল্প।
এই বৃষ্টিময় দিনে মিষ্টি জুটিটাকে পড়ে কি যে শান্তি পেয়েছিইইইই জুন আর কুশন ভাইয়ের গল্পটা অন্যরকম ভালো লেগেছে৷ তোমার লেখা বরাবরই ভীষণ পছন্দ আমার। এই ছোট্ট গল্পটা মন কেড়ে নিয়েছে আরও একবার। আমার আকুপাকু মন কিঞ্চিৎ শান্ত হলো বহুদিন পর তোমার লিখা পড়ে। এতো দারুণ কীভাবে লিখো আপুউউউ!! মাশা আল্লাহ❤️ "চুমু খেলে কি রোজা ভেঙ্গে যায়?" লাইনটা মাথা থেকে যাচ্ছেই না😝
জুন আর কুশলের গল্প, মিষ্টি একটা গল্প।
কুশল আর জুন কি সুন্দর স্বচ্ছ কেমিস্ট্রি দুইজনের! আহা! কেমন।একটা লাভ এরেঞ্জ টাইপ গল্প।ছিল! খুব ভালো লেগেছে!
ভীষণ মিষ্টি একটা গল্প একদম হাওয়াই মিঠাই এর মতো। কুশল আর জুন এর সাথে বাহুডোরে সময়টা চমৎকার কেটেছে। একদম ঝরঝরে প্রাণবন্ত লেখা। আমার তো দারুণ লেগেছে।
দারুণ!