আজ থেকে ষোলো বছর আগে, নিষিদ্ধ পল্লীর এক অন্ধকার ঘরে জন্ম নিয়েছিল একটি মানবশিশু। তাঁর জন্মের পেছনে লুকিয়ে আছে একটি করুণ ইতিহাস। সময় গড়ায়, শিশু থেকে মেয়েটি কিশোরী হয়ে ওঠে। তারপর নিষিদ্ধ পল্লীর নিয়ম অনুযায়ী, সেই কিশোরী মেয়েটি সাধারণ জীবন বিসর্জন দিয়ে পতিতা জীবনে পা রাখে। তাঁর জন্মের ইতিহাস ও পতিতা জীবনের করুণ কাহিনী নিয়ে লেখা হয়েছে "রুহির আত্মকাহিনী।"