মানুষের জীবনে, বিশেষ করে পুরুষের জীবনে, নারীর গুরুত্ব অপরিসীম। নারীবিহীন পরিবার আর শয্যাবিহীন ঘর যেন পরস্পরের উপমা। উভয়ই অসম্পূর্ণ একটি আবাসের প্রতিকৃতি। যে ঘরে নারী নেই, সেই ঘর যেন উজাড় ঘর। তেমনই যে ঘরে আরামদায়ক শয্যা নেই, সে পরিবারের জীবন ভাসমান নৌকার মতোই দোদুল্যমান। একজন শান্তিদায়িনী, সহনশীলা, সুবেশা নারী একজন পুরুষের জন্য শুষ্ক মরুভূমিতে শীতল জলবিছানার মতো। ভাঙা ঘরে চাঁদের আলোর মতো। দুটি স্বতন্ত্র উপন্যাসিকা সমন্বয়ে রচিত ই-বুক "জলবিছানা", যার কেন্দ্রবিন্দুতে আছেন রেশম কোমল নারী নাসরা আর মায়া। যাদের দ্বারা রচিত হয়েছে তাদের নিজ নিজ গৃহকর্তার জলবিছানা। জীবন হয়েছে স্বয়ংসম্পূর্ণ।
"অসাধারন হয়েছে🥰😍🤗❤️।কি লিখবো বুঝতে পারছি না!আপনার সব গল্পই অসাধারন হয়।অনেকের গল্প পড়তে ভালো লাগে তবে তাদের লেখায় নারীবাদী লেখা পাই কিন্তু আপনার গল্প পড়লেই মনটা প্রশান্তিতে ভরে যায়।আপনার মতো লেখিকা পেয়ে আসলেই নিজেকে সৌভাগ্য লাগছে।আমি একটুও বাড়িয়ে বলছি না আপু।আপনি আবার এটা ভাববেন না।আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি❤️❤️❤️"
অসাধারন হয়েছে🥰😍🤗❤️।কি লিখবো বুঝতে পারছি না!আপনার সব গল্পই অসাধারন হয়।অনেকের গল্প পড়তে ভালো লাগে তবে তাদের লেখায় নারীবাদী লেখা পাই কিন্তু আপনার গল্প পড়লেই মনটা প্রশান্তিতে ভরে যায়।আপনার মতো লেখিকা পেয়ে আসলেই নিজেকে সৌভাগ্য লাগছে।আমি একটুও বাড়িয়ে বলছি না আপু।আপনি আবার এটা ভাববেন না।আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি❤️❤️❤️
Read all reviews on the Boitoi app