অল্পবয়সী ফিজার জেদের কারণে আসিফের সাথে ওর বিয়েটা হয়ে গেছিল। কিন্তু আসিফের মনজুড়ে রয়েছে ইলা। একবার ইলা ওর ধরাছোঁয়ার বাইরে চলে গেছিল, কিন্তু এবারেও এক ঘটনা ঘটায় আসিফ প্রচণ্ডভাবে ভেঙে পড়েছে। ফিজাকে স্ত্রী হিসেবে মেনে নিতে ও কোনোভাবেই পারছে না। কি হবে তাহলে আসিফ ফিজার পরিণতি?
"একদম যাদুর আঠার মতো আটকে রাখে এই সিরিজের প্রতিটি চরিত্র৷ এতোদিনের অপেক্ষা শেষে ৪র্থ পর্ব এলো। অসাধারণ কাহিনী বিন্যাস ঘটিয়ে ফেললেন লেখক ফিজা আর আসিফের জীবনে। এই কাহিনী না পড়লে কেউ বুঝবেই না ঘটনার ঘনঘটা আসলে কি! কিন্তু মিলা'পুর কি হলো আবার? পরের পর্বের অপেক্ষায় আবারও..."
তিন খন্ড পড়া না থাকলেও পড়তে পারে যে কেউ। আর তিন খন্ড পড়া থাকলে চতুর্থ খন্ড অসাধারণ লাগবে।
Read all reviews on the Boitoi app
পরের পর্বের অপেক্ষায় থাকলাম
অনেক সুন্দর একটা বই 😇
একদম যাদুর আঠার মতো আটকে রাখে এই সিরিজের প্রতিটি চরিত্র৷ এতোদিনের অপেক্ষা শেষে ৪র্থ পর্ব এলো। অসাধারণ কাহিনী বিন্যাস ঘটিয়ে ফেললেন লেখক ফিজা আর আসিফের জীবনে। এই কাহিনী না পড়লে কেউ বুঝবেই না ঘটনার ঘনঘটা আসলে কি! কিন্তু মিলা'পুর কি হলো আবার? পরের পর্বের অপেক্ষায় আবারও...
ভালো লাগলো। পরের খন্ড তাড়াতাড়ি চাই।
হাতে পাওয়ার সাথে সাথে এত্ত বেগে পড়া শুরু করেছি যে একবারে শেষ করেই উঠেছি.... ফিজা আর আসিফের সময় নিয়ে নিজেদের বোঝাপড়া সারাটা ভালো লেগেছে... ফিজাও যেমন মাথা গরম করে ডিসিশন নেয় নি তেমনি আসিফও কোন অকাজ করে নাই।। সবচে বিচক্ষণ হলো ফিজার বাবা।। সাইড ক্যারেক্টার হৈমন্তী, টিপু এদের কেন জানি এই পর্বে পড়ে ভালো লাগে নাই।। বরং ইলা - ইমেলা ওরা কেমন আছে আরো জানতে মন চাইছিল।। আর সামনে তো মিলা পর্ব পাবো।৷ তাড়াতাড়ি চাই আপু।। শুভ কামনা। ❤️❤️❤️
রাতে পড়বো পড়বো করে রাত একটায় পড়া শুরু করলাম। তারপরতো আর শেষ না করে ঘুমাইতে পারি না। শেষ করে তারপর ঘুমাইতে গেছি। আসিফ আর ফিজার শেষের ক্যমিস্ট্রি খুব মজার ছিল।
এই খণ্ডটি ছিল অনুভূতির দিক থেকে অনেক বেশি পরিপক্ব ও গভীর। আসিফ-ফিজার সম্পর্কের উত্থান-পতন, সংশয় ও পুনরাবিষ্কারের যাত্রা মন ছুঁয়ে যায়। চরিত্রগুলো জীবন্ত, তাদের ব্যথা-বেদনা যেন পাঠকের নিজের অভিজ্ঞতার প্রতিচ্ছবি হয়ে ওঠে। লেখিকার সহজগম্য ভাষা এবং সংলাপ-নির্ভর বর্ণনা পাঠককে গল্পের ভেতরে টেনে নিয়ে যায়। বিশেষ করে শেষ অধ্যায়ের চমক পাঠকের অপেক্ষা আরও বাড়িয়ে দেয় পরবর্তী খণ্ডের জন্য। প্রেমের গল্প হয়তো বহুবার বলা হয়েছে, তবে তাবাসসুম নাজ তার গল্পে যে অনুভব, আন্তরিকতা আর মানবিক জটিলতা মিশিয়ে দেন, তা একে ভিন্নমাত্রা দেয়। চতুর্থ খণ্ড ছিল আবেগঘন, গভীর এবং সম্পূর্ণ। তবু শেষের রহস্য পাঠককে অনিবার্যভাবে নিয়ে যায় পঞ্চম খণ্ডের অপেক্ষায়।
আপুর গল্পের বৈচিত্র্যে মুগ্ধ ❤️ এই গল্পটায় প্রতিবার ভয়ে থাকি কি হবে। এরপরে পরিনতি চাই আপু❤️
❤❤❤❤.....