ভালোবাসা কখনো কখনো ঘৃণার মুখোশ পরে আসে। আর একাকিত্ব? সে তো নিজেই এক বিপন্ন যুদ্ধ—নিজেরই বিরুদ্ধে। এই উপন্যাস এক নির্মম, জটিল চরিত্রের অন্তর্গত বেদনা, বিদ্রোহ ও বিষণ্নতার স্তর উন্মোচন করে। যেখানে পরিবার মানে ঘৃণা, নারী মানে প্রতিহিংসা, ভালোবাসা মানে দ্বন্দ্ব। আর সেই দ্বন্দ্বেই জন্ম নেয় এক নীরব ধ্বংস— ঠান্ডা মাথায়, ধীরে ধীরে... এক নিঃশব্দ উন্মাদনা। এক গভীর অন্ধকার। এক অসম্ভব বিকার... তবু প্রশ্ন রয়ে যায়— নিঃশেষ হওয়া কি সত্যিই শেষ? নাকি ধ্বংসের ভেতরেই লুকিয়ে থাকে এক নতুন সূচনা? "কিন্তু পাপ নয়, ধ্বংস! আমি পাপিষ্ঠ নই, ধ্বংসস্তুূপ।" — সায়াহ্ন মীর
রাজমীর টোটালি একটা ডিফারেন্ট ক্রিয়েশন মুগ্ধকর চরিত্র 🌺 As usual outstanding 🌿
Read all reviews on the Boitoi app
প্রথমেই বলি গল্প টা অসাধারণ সুন্দর ছিল। গল্প টা থেকে অনেক কিছু শেখার আছে। সাইকোলজি থ্রিলার গল্প টা ভীষণ সুন্দর ছিল। রাজমীর এর চরিত্র টা ভালো নয় কিন্তু তাও আমার ভীষণ পছন্দ হয়েছে। একদম রাজমীর এর মত মোহ তে আটকে গিয়ে ছি।এটা ছাড়া অন্য কিছু ভাবতেই পারছি নাহ পুষ্প রাজমীর এর একটা ছোট সংসার হয়েছে কিন্তু ভীষণ ক্ষুদ্র। এই যে সে একটা সংসার পুষ্প দিয়ে ছে এটায় তো অনেক। তোমার লেখায় মোহ জড়ানো থাকে আপু ভীষণ সুন্দর হইছে আপু 🖤🌸🌸
Darun lagce 🥰❣️ aro Porte parle Valo lagto ...🥰🥰🥰
পুরো বইটা পড়ার সময় একটা ঘোরের মধ্যে ছিলাম। এত্ত এতো ভালো লেগেছে। রাজমীর আর পুষ্পের সংসার জীবন দেখার অপেক্ষায় থাকলাম। তাড়াতাড়ি সিজন ২ চাই আপু
সাইকোলজিক্যাল থ্রিলার আমার এমনিতেই বেশ পছন্দ। মোহো দ্রোহ নামটি শুনেই কেমন যেন একটা লেগেছিল, খারাপ নয় তবে অদ্ভুত। বেশ ভালো হয়েছে লেখাটা। ভালো লাগলো সায়াহ্ন ও পুষ্পকে। ভালো লাগলো তাদের এই অন্যরকম একটা সংসার। হয়তো আরো অনেক কিছুই রয়ে গেছে, তবে যেটুকু লেখেছ, সেই বা কম কি।
এত ভালো লাগছে রাজমীর আর পুষ্প কে আমার তো আরো ভালো লাগছে আরো পরতে ইচ্ছা করে ❤️❤️