এই উপন্যাসগুলো আমার শুরুর দিকে লেখা। কোনো সংযোজন-বিয়োজন নেই। যা লিখেছি, তা-ই একদম 'র' ভার্সনে আছে। পড়তে গেলে নিজের লিখালিখির শুরুর জীবনটা মনে পড়ে। ভুল আর ভালোর মিশেলে এই লিখাগুলোই আমায় লিখালিখির জগতে ঘুরে বেড়ানোর সুযোগ করে দিয়েছে। এই গল্পগুলোতেই তৃধা আনিকার লিখালিখির শৈশব ও কৈশোর মিশে আছে... ভালো থাকুক উপন্যাসগুলো একসাথে পাঠকের কাছে...