"জীবন বদলের দশটি গল্প" একটি অনুপ্রেরণামূলক গল্পসংকলন, যেখানে দশটি ভিন্ন চরিত্রের মধ্য দিয়ে সমাজের নানামুখী সমস্যা, পারিবারিক টানাপোড়েন, মানসিক সংকট এবং আত্মিক জাগরণের গল্প তুলে ধরা হয়েছে। প্রতিটি গল্পেই একজন মানুষ, যিনি কোনো না কোনোভাবে বিপথগামী ছিলেন কিংবা হেরে যাচ্ছিলেন জীবনের যুদ্ধে, কীভাবে একটি ছোট্ট ঘটনা, একটি মানুষের উপস্থিতি, একটি বই, অথবা একটি সাংগঠনিক প্রয়াসের মাধ্যমে তার জীবনের মোড় ঘুরিয়ে দেন—তা গভীর আবেগ ও মানবিকতা নিয়ে উপস্থাপন করা হয়েছে। এই সংকলনে পাঠক দেখতে পাবেন— আয়ান, একজন বেকার যুবক, বইমেলা ও প্রাক্তন শিক্ষকের মাধ্যমে ফিরে পান জীবনের লক্ষ্য; রিমু, পরিবারে অবহেলায় ক্লাস বাঙ্ক করা এক কিশোরী, দাদীর গল্পে খুঁজে পান নিজের পরিচয়; মিলন, এক সময়ের ছিনতাইকারী, মার্শাল আর্ট ক্লাবের মাধ্যমে হয়ে ওঠেন সমাজের রক্ষক; সুমন, অবাধ্য ও দুর্ব্যবহারী ছেলে, একটি ছোট্ট শিশুর চিঠিতে খুঁজে পান উপলব্ধির দরজা; মোমিন, শিক্ষক হিসেবে গ্রামের তরুণদের মাদক ও ইভটিজিং থেকে রক্ষা করেন শিক্ষার আলোয়; রাজীব, সোশ্যাল মিডিয়ায় আসক্ত কিশোর, এক বৃদ্ধ প্রতিবেশীর সান্নিধ্যে ফিরে পান আত্মবিশ্বাস; শিলা, যাকে গান গাইতে দেয়নি পরিবার, সে-ই প্রতিষ্ঠা করেন সাংস্কৃতিক সংগঠন; সাব্বির, তরুণ সমাজসেবক, একটি সংগঠন গড়ে তোলে সুশৃঙ্খল যুবসমাজ; তাহসিন, রিহ্যাব থেকে ফিরে কারিগরি শিক্ষা নিয়ে হয়ে ওঠেন উদ্যোক্তা; আর তিন ভাই, পারিবারিক দ্বন্দ্বে জর্জরিত, শেষমেশ ঐক্যের গল্পে ফিরে পান হারানো বিশ্বাস। এই দশটি গল্প পাঠকের হৃদয়ে নাড়া দেবে, সমাজের বাস্তব চিত্র তুলে ধরবে, এবং আশা জাগাবে—যে, যেকোনো অবস্থায় থেকেও পরিবর্তন সম্ভব, যদি কেউ পাশে দাঁড়ায়, যদি কেউ গল্প বলে, আর কেউ সেই গল্প শুনে বদলাতে চায়। মূল বার্তা: বিপথগামিতা, হতাশা কিংবা অবহেলার মাঝেও জীবন বদলে দেওয়া সম্ভব—শুধু প্রয়োজন আন্তরিকতা, সঠিক দিশা, ও একটুখানি মানবিক স্পর্শ।