আরুকে নিজের বাহুডোরে জড়িয়ে নেয় আরহাম। তার গভীর চোখে আরু দেখতে পায় এক অনির্বচনীয় আকর্ষণ। ধীরে ধীরে কাছে এসে আরহাম আরুর কপালে চুমু খায়। স্পর্শে ছিল ভালোবাসার অদ্ভুত আশ্বাস। বিয়ের এই প্রথম রাত, আরু একদিকে লাজুক, অন্যদিকে এক গভীর নিরাপত্তার ছায়ায় নিজেকে হারিয়ে ফেলতে চায়। আরহাম তার কাঁধে মুখ রাখে, আরু অনুভব করে সেই নিঃশ্বাসের উষ্ণতা—যেখানে ভয় নেই, আছে শুধু গ্রহণ করার আকুতি।