সব কিছু ঠিকঠাকই চলছিল কোয়েলের জীবনে। সংসার, স্বামী, সন্তান—সব কিছু গুছিয়ে নিতে নিতে পুরনো ভুলগুলোর ওপর সে একটা পর্দা টেনে দিয়েছিল। নিখিলেশ ছিল অতীতের এক অনুচ্চারিত অধ্যায়—যাকে সে ভুলে যেতে চেয়েছিল, কিন্তু পুরোপুরি পারেনি। কিন্তু হঠাৎ একদিন ছোট্ট মেয়ে মিলির মুখে উঠে আসে এক ভয়ংকর অভিযোগ— “নিখিলেশ আমাকে বাজেভাবে ছুঁতো…” সেই মুহূর্তে কোয়েলের মনে শুরু হয় এক ভেতরের লড়াই। সে বিশ্বাস করবে? নাকি না? অতীতের সম্পর্ক, বর্তমানের সত্য, আর ভবিষ্যতের ভয়—সব মিলে তার চারপাশটা যেন দমবন্ধ করে তোলে। ঠিক তখনই আসে এক অজানা হোয়াটসঅ্যাপ বার্তা: "কোয়েল পাখি, এত তাড়াতাড়ি আমার খাঁচা থেকে মুক্তি তুমি পাবে না।" কে পাঠালো এই বার্তা? নিখিলেশ? না অন্য কেউ? কোয়েলের জীবনে সত্য-মিথ্যার, নির্যাতন-ভালোবাসার, বিশ্বাস-অবিশ্বাসের যে লড়াই শুরু হয়, তা শুধু এক নারীর নয়—তা আমাদের সমাজের হাজারো কোয়েলের লড়াই।