যিলহজের প্রথম দশক অত্যন্ত ফযীলতপূর্ণ সময়। সূরা ফাজরে আল্লাহ তাআলা এই দশকের কসম করেছেন (সূরা ফাজর ৮৯: ১-২)। ইমাম মাসরুক রহ. বলেন, যিলহজের প্রথম দশক বছরের শ্রেষ্ঠ দিন (মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদীস ৮১২০)। এই দশকের প্রথম নয় দিন রোযা রাখা বিরাট ফযীলতপূর্ণ আমল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মা মিন আয়ামিন আহাব্বু ইলা আল্লাহি আন ইউতাব্বাদ লাহু ফিহা মিন আশর ধি হিজ্জাহ," যার অর্থ হলো, যিলহজ মাসের দশ দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়।