আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই জানি, ছোট বাচ্চারা অনেক আদরের হয়। পরিবারের সবার চোখের মনি ফারিহা আর মোল্লা বাড়ির একমাত্র বাচ্চা। ৬ বছরের ছোট ফারিহাকে অপহরণ করে ৬ মাস আটকিয়ে রাখছিল এক পরিতৃপ্ত কুঠোরিতে। কে আর কী কারণে ফারিহাকে অপহরণ করেছিল? আর মুক্তিপণ দাবি না করে এই ছোট্ট মেয়েকে আটকিয়ে রেখে কার কী লাভ হয়েছিল? কোনদিন কি ফারিহা তার পরিবারের কাছে ফিরে আসতে পেরেছিল? নাকি সারা জীবনের জন্য অপহরণ হয়ে ছিল ফারিহা? আশা করি, আমার এই গল্পের মধ্যে আপনারা এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের সবার ঘরেই ছোট বাচ্চা আছে। এই গল্পটি অনেক জায়গায় টানটান উত্তেজনা থাকবে, এমনকি অনেক শিক্ষণীয় বিষয় আমি তুলে ধরতে চেয়েছি আপনাদের জন্য। আশা করি, আমার এই বইটি আপনারা পড়বেন।