সায়াফ প্রশ্ন করে, 'নাম কি?' নিচু গলায় মেয়েটা উত্তর দেয়, 'ইনায়া।' 'পুরো নাম বলতে লজ্জা করে?' 'ইনায়া জামান।' 'বাসা কই?' 'বনশ্রী।' 'একুশ-বাইশ ব্যাচ?' মেয়েটা মাথা নাড়িয়ে উত্তর দেয়, 'না, বিশ-একুশ।' সায়াফ অবাক হয়। মেয়েটা বিগত ব্যাচের অথচ তাকে আজ প্রথম দেখছে সে। সাকিব এরি মাঝে বলে, 'সায়াফ ওরে যেতে দে তো। ক্লাস তো শুরু।' সায়াফ তার কথায় পাত্তা না দিয়ে আরও জিজ্ঞেস করে, 'কোন ডিপার্টমেন্ট?' 'প্রাণিবিদ্যা।' 'দুনিয়াতে পড়ার মতো আর সাবজেক্ট পেলে না? বোটানি আর এই প্রাণিবিদ্যা সবচে আজাইরা সাবজেক্ট।' কথাটা শুনে মেয়েটা চোখ তুলে তাকায়৷ আশ্চর্য! প্রাণিবিদ্যা সাবজেক্ট এ খারাপ কি? এভাবে কেনো বললো?
"বেষ্ট গল্প একটা... সায়াফের প্রেমে পড়াটা সুন্দর ছিলো অনেক কিন্তু ওদের সংসার টা আরেকটু বেশি দেখানো উচিত ছিলো কেন জানি মন ভরে নাই 🫤"
গল্প টা ছোট হলেও মনকাড়া একটা গল্প। বরাবর এর মতো এই গল্প টাও বেস্ট ছিল আপু🤗 ওদের সংসারের কাহিনি টা আরেকটু বড় হলে আরও ভালো লাগত। শুকরিয়া আপু এতো সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য 🥰
Read all reviews on the Boitoi app
ভীষণ সুন্দর কাহিনী। বরাবরের মতই তুমি চমৎকার একটা গল্প উপহার দিয়েছো আমাদের।
Kub sundor
গল্পটা খুব ভালো লাগলো পড়ে 🫶🏻 সায়াফ আর ইনায়ার প্রেমকাহিনী পরে অনেক আনন্দ অনুভব করেছি তবে আমার মতে তাদের সংসার জীবন আরও বিস্তারিতভাবে ব্যেখা করলে ভালো হতো।তাছাড়াও অনেক সুন্দর হয়েছে গল্পটি।এমন আরও দারুণ দারুণ গল্প আসার অপেক্ষায় রইলাম!♥️
বেষ্ট গল্প একটা... সায়াফের প্রেমে পড়াটা সুন্দর ছিলো অনেক কিন্তু ওদের সংসার টা আরেকটু বেশি দেখানো উচিত ছিলো কেন জানি মন ভরে নাই 🫤
ভালো লেগেছে। তৃপ্তিদায়ক গল্প
আমি জাস্ট স্পিচলেস এত্তো এত্তো সুন্দর হইছে গল্পটা কিন্তু আপু তোমার উপর কিন্তু রাগ করছি প্রচন্ড,,,তুমি কি আমার রাজপাখি আমার ক্রাশ সায়াফ ইব্রাহিম কে ফেসবুকে দিবা না?🙂❤️🩹
সুন্দর ছিল। তবে আরেকটু ডিটেইলসে থাকলে অন্যরকম সুন্দর হতো।
সুন্দর ❤️ কি যে বলবো সত্যি অসাধারণ ❤️🥹