এটি এক হৃদয়স্পর্শী ও নাটকীয় গল্প, যেখানে বন্ধুত্ব, ভালোবাসা আর বিশ্বাসঘাতকতার তীব্র ঝড়ে জর্জরিত মুনের জীবন। অতীতের অপরাধবোধের ভারে নুয়ে পড়া মুন এক সন্ধ্যায় ফেসবুকে তার প্রাণের বান্ধবী ইরার খোঁজ করতে গিয়ে পা রাখে এক অন্ধকার রহস্যের গহ্বরে। ইরার বিয়ের ছবি আর প্রোফাইলের একটি লাইন—“If an army officer loves you, walk like a Queen”—ঝড় তোলে তার হৃদয়ে। কিন্তু সত্য যখন উন্মোচিত হয়, তখন সামনে আসে এক চেনা মুখ, যা তার জীবনের সবচেয়ে গোপন ক্ষতকে ছুঁয়ে দেয়। এটাকি নিছক কাকতালীয়, নাকি এক নির্মম প্রতিশোধের খেলা? আবেগ, ষড়যন্ত্র আর অতীতের অমীমাংসিত রহস্যের এই গল্প পাঠককে করবে এক নিষ্ঠুর সত্যের মুখোমুখি। মনে করিয়ে দেবে একটি বাক্য—"Revenge of nature"।