"দূরে থাকলে কাছে আসতে মন চায়, আর কাছে আসলে পালিয়ে বেড়াতে।" "এতে আমার দোষ?" "এতগুলো বসন্ত পেরিয়ে যার সংস্পর্শে ঝুম বৃষ্টি নেমেছে, দোষ তার নয়তো কার?" তুর্জয় নিঃশব্দ হাসলো। আড়ম্বরহীন কণ্ঠে বললো, "বৃষ্টিতে একা ভিজলেই পারেন, আমাকে কেন ভিজিয়ে দিচ্ছেন?" "বৃষ্টি নিজে বৃষ্টি হয়ে তৃপ্তি দিয়ে নিজে অতৃপ্ত থাকে কিভাবে?" নন্দিতার কাব্যিক কথা শুনে শব্দ করে হেসে দিল তুর্জয়। হাসতে হাসতেই বললো, "ফিল্ম বেশি দেখা হয় নাকি? ফিল্মি ফিল্মি ডায়লগ বলেন বেশ।" নন্দিতা রেগে গেল চট করে। গাল থেকে তুর্জয়ের হাতটা ঝটকা দিয়ে সরিয়ে উঠে দাঁড়ালো। ঝাঁঝালো কণ্ঠে বললো, "আমার অনুভূতিকে আপনার ফিল্মি ডায়লগ মনে হয়? মশকরা করেন আমার সাথে? টিজ করছেন আমাকে? হাউ কুড ইউ?" তুর্জয় নন্দিতাকে শান্ত করার চেষ্টা করতে উঠে দাঁড়ায়। কাছাকাছি গিয়ে দুই কাঁধে আলতোভাবে হাত রেখে বলে, "আপনি ভুল বুঝছেন আমাকে? আমি আপনাকে কিভাবে টিজ করলাম? টিজ করার মানে বোঝেন আপনি?" আবারও নন্দিতা তুর্জয়ের হাত দুটো ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে উঁচু কণ্ঠে বলে ওঠে, "বুঝবো না কেন? আমি কী বাচ্চা? আমাকে বাচ্চা মনে হয় আপনার?"