এক দশকের দীর্ঘ যাত্রায় ইরা একাকীত্বের সাথে বসবাস শিখেছে, শূন্যতা তার প্রতিদিনের সঙ্গী। ভালোবাসা তাকে ছুঁয়ে গেছে, আবার হারিয়ে গেছে, কিন্তু সময়ের প্রবাহে সবকিছু কি সত্যিই মুছে যায়? শহরের ব্যস্ত রাস্তার মাঝে, কফির কাপের উষ্ণতায়, পুরনো চিঠির বাক্সে—জিয়ার স্মৃতি ধীরে ধীরে ফিরে আসতে থাকে। সময় তার গভীর ক্ষতকে পুরনো করে দিচ্ছে, কিন্তু ভালোবাসার ছোঁয়া কি সত্যিই বিলীন হয়? **"বিচ্ছেদ"** শুধুই এক ভালোবাসার হারানোর গল্প নয়—এটি সময়ের একটি খেলাঘর, যেখানে প্রত্যেক অনুভূতি নতুন রূপে ফিরে আসে। অতীতের দরজা একদিন হঠাৎ খুলে যায়, আর তখনই প্রশ্ন উঠে—বিচ্ছেদ কি আসলেই চিরস্থায়ী, নাকি শুধুই নতুন শুরুর অপেক্ষা?