জীবনে ব্যর্থ না হয়ে কেউ সফল হয়নি—ইতিহাস তার জ্বলন্ত সাক্ষী। এ কথা সত্যি যে, পৃথিবীতে যে যত বেশি সফল প্রাথমিক জীবনে, তার ব্যর্থতার তত বেশি কষ্টদায়ক। জীবনে চরম দুর্ভোগ আর সীমাহীন কষ্ট সত্ত্বেও যাঁরা তিলে তিলে নিজেদেরকে সফলতার পথে হামাগুড়ি দিয়ে চলতে শিখিয়েছেন—নিজেদের শীর্ষে পৌঁছে দিয়েছেন। তাঁদের মধ্যে থেকে বিশ্বসেরা চল্লিশজন ব্যর্থদের স্বপ্নজয়ে সফলতার স্বর্ণোজ্জ্বল ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে। এ বইয়ে এমন চল্লিশজনকে অবহেলায়, কিন্তু পরবর্তী জীবনে, তাঁরাই আবার জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সংস্কৃতি, সাহিত্য, রাজনীতি-সমাজনীতি ও বিশ্ব বাণিজ্যের প্রতিটি ক্ষেত্রে প্রগাঢ় আকাঙ্ক্ষা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম দ্বারা সফলতার শীর্ষ স্থান অধিকার করেছিলেন। জন্ম নয়, কর্মই মানব জীবনের একমাত্র পাথেয়—মানুষ ইচ্ছা করলে অধ্যবসায়, সাধনা ও কঠোর শ্রমের সাহায্যে সুখী সমৃদ্ধশীল জীবন লাভ করতে পারে। এই গ্রন্থ পাঠ করে পাঠক-পাঠিকাগণ যদি জীবনপথের সামান্যতম সন্ধান লাভ করতে পারেন—তাহলে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা স্বার্থক হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।