এই বিশাল পৃথিবীতে আশ্চর্যজনক নির্মাণশৈলীর যেমন শেষ নেই, তেমনি প্রাকৃতিক আশ্চর্যজনক সৃষ্টিরও সীমা-পরিসীমা নেই। মানুষ তাদের শৈল্পিক সৃজনশীলতা কাজে লাগিয়ে নির্মাণ করেছে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার, আমিরাতের বুর্জ খলিফা, মিশরের পিরামিড, ইতালির পিজা মিনার—এই সবকিছুই অতি আশ্চর্যজনক নির্মাণশৈলীর নিদর্শন। কিন্তু বিধাতা এমন কিছু সৃষ্টি করেছেন, যা সমগ্র পৃথিবীর মানুষের কাছে রহস্যময়। সেই রহস্যময় সৃষ্টির নাম সেন্টিনেল দ্বীপ। সেন্টিনেল দ্বীপের দুর্গম অঞ্চলে যারাই তাদের সম্পর্কে জানার জন্য গমন করেছে, গোপনে কিংবা প্রকাশ্যে, তাদের কেউই ফিরে আসতে পারেনি। সেন্টিনেল দ্বীপে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠী নিজেদের রাজ্যে বাইরের জগতের কারও নাক গলানো একেবারেই সহ্য করতে পারে না। এদের জীবনযাপন পদ্ধতি সাধারণ মানুষের মতো নয়। এদের নারী-পুরুষ সবাই উলঙ্গ থাকে। আধুনিক সমাজের বিলাসবহুল পরিবেশ এরা সহ্য করতে পারে না। ভারত এবং অন্যান্য অনেক দেশের মানুষ তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেছে। কিন্তু তাদের চেষ্টা সফল হয়নি। কারণ তারা সবাই সেন্টিনেলিজদের আক্রমণে জীবন হারিয়েছে...