গল্পের সারাংশ: ব্রিটিশ শোষণের হাত ধরে কীভাবে একটি নতুন রাষ্ট্রের জন্ম হয় এবং জন্মের মাত্র ২৩ বছরের মধ্যে সে স্বপ্ন ভঙ্গ হয়, এর পেছনে কী কী প্রেক্ষাপট ক্রিয়াশীল থাকে, এই গ্রন্থে রয়েছে তার সবিস্তার আলোচনা। ফলস্বরূপ, মুগল শাসনের পতনের মধ্য দিয়ে বইয়ের আলোচনা শুরু হয় এবং এর সমাপ্তি ঘটে স্বাধীন বাংলাদেশের উদয়ের মধ্য দিয়ে। সিন্ধু অববাহিকার নির্জন বালুকাভূমি থেকে সূচনা হওয়া আলোচনা সমাপ্তি বিন্দুতে পৌঁছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে।