ডাকিপুর গ্রামে ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। পুলিশের সন্দেহ হয়, সেসব ঘটছে কোন এক উন্মাদের প্রতিশোধস্পৃহায়; অথচ গ্রামের মানুষরা মনে করে যে, এ সবই কোন এক অজানা অভিশাপের ফল। কী সেই অভিশাপ? সত্যিই কি অভিশাপ? সেসব সত্যিই কি নিয়তির প্রতিশোধ, নাকি এর মধ্যে রয়েছে কোনো গূঢ় রহস্য? এ সবকিছুর উত্তর পেতে আপনিও পড়ুন— 'ডাকিপুর আতঙ্ক'।