ভ্যাম্পায়ারের মতো হিংস্র চরিত্র যদি বাস্তবে কোনো সাধারণ মেয়ের প্রেমে পড়ে, তখন তাদের অদ্ভুত ভালোবাসার গল্পটা কেমন হয়? যাদের জন্ম, অস্তিত্ব, বেড়ে ওঠা—সবকিছুই একে অপরের বিপরীত। এমন দুটো মানুষ কী আদৌ ভালোবাসতে পারে? যদি ভালোবেসে ফেলে, তখন? ভ্যাম্পায়ার রাজপুত্র ফারদীন এসব ভেবেই তার ভালোবাসার মানুষকে বলে উঠে, "আমি আগুনের শিখা, আর তুমি হলে পানি। আমি সবকিছু শেষ করে দিই, আর তুমি নতুন করে সাজাও। আমাদের জগৎ থেকে অস্তিত্ব, সবকিছুই আলাদা। আমি ড্রাকুলার মতো হিংস্র, আর তুমি পরীর মতো মায়াবীনি। চলে যাও, মেয়ে তুমি। যত দূরে যেতে পারো, যাও। যেন তোমার নাগাল এই ভ্যাম্পায়ার কখনো না পায়।" তবে তার ভালোবাসার মানুষটি পালিয়ে যায় না। শুরু হয় একজন ভ্যাম্পায়ার আর মানুষের নিজেদের ভালোবাসাকে টিকিয়ে রাখার লড়াই।
খুব ভাল ছিল.... fictional story হিসেবে সুন্দর হয়েছে। আরো এমন গল্পে দিয়েন আপু।
Read all reviews on the Boitoi app
Please.. make another story like that. I Love 🧛♂️ 💜