গত বছর এই সময় আমি এক আত্মীয়ের সাথে হজ্জ ক্যাম্পে গিয়েছিলাম। রিক্সা থেকে নেমে ভাড়ার টাকা এগিয়ে দিতেই রিক্সাওয়ালা মামা বললেন, "লাগবে না।" ভাবলাম, ভাড়া কি কম হয়ে গেলো! তাড়া ছিলো, তাই ভাড়া ঠিক না করেই উঠে পড়েছিলাম। যদিও এখানকার ভাড়া মোটামুটি ফিক্সড, তবে আমি পকেট হাতড়ে আরো কিছু টাকা বাড়িয়ে দিলাম মামার দিকে, কিন্তু মামা এবারেও সলজ্জ বদনে টাকাটা ফিরিয়ে দিলেন।