গত শতকের শেষদিকে জন্ম নেওয়া আমাদের প্রজন্ম বড় হয়েছে মার্কিন নেতৃত্বাধীন একক বিশ্বব্যবস্থায়। একবিংশ শতাব্দীর শুরুতেই আমরা প্রত্যক্ষ করি আফগানিস্তান ও ইরাকে ভয়াবহ আগ্রাসন। একই সময়ে রাশিয়া পুরনো গৌরব ফিরে পেতে বিশ্ব রাজনীতিতে সক্রিয় হয়। ২০০৮ সালে জর্জিয়া, ২০১৪ সালে ক্রিমিয়া দখলের মাধ্যমে সেই শক্তির লড়াই আরও স্পষ্ট হয়। অন্যদিকে, আরব বসন্তের নামে ধ্বংস হয় লিবিয়া, মিসর, সিরিয়া। দুই দশকে লাখ লাখ মানুষ নিহত, কোটি কোটি বাস্তুচ্যুত। বর্তমানে ইউক্রেন যুদ্ধ সেই অস্থিরতা আরও বাড়িয়েছে। এই পুরো সময়ে বিশ্বশান্তির দায়িত্বপ্রাপ্ত জাতিসংঘ কার্যত পরাশক্তিদের হাতের পুতুলে পরিণত হয়েছে। তাই দীর্ঘদিন ধরে জাতিসংঘসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের দাবি উঠছে। এই প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোয়ান ‘পৃথিবী পাঁচের চেয়ে বড়’ শ্লোগানে অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি একটি ন্যায়ভিত্তিক ও ভারসাম্যপূর্ণ বিশ্বব্যবস্থার আহ্বান জানিয়েছেন, যা প্রতিষ্ঠায় এ বইয়ে তিনি বাস্তবভিত্তিক প্রস্তাব তুলে ধরেছেন।