শহরে গোপনে মানুষের অর্গ্যান কেনাবেচা চলছে দেদারসে। যার হোতা কে বা কারা, তা ধরা যাচ্ছে না। রেড মার্কেটের একচ্ছত্র আধিপত্য কার, রেণুর পুনর্জন্ম রহস্য কী, ডা. মঈনের ইতিহাস চর্চার উদ্দেশ্য কী এবং সবশেষে আদনান অন্তর্ধান রহস্যের কিনারাইবা কোথায়? রেড মার্কেটের বিজনেস গোপন রাখতে কতটা কঠোর হতে পারে এর মূল পেছনের কারিগর? নেহা নামের চৌকশ ক্রাইম ব্রাঞ্চের অফিসার ছদ্মবেশ নিয়েও শেষ পর্যন্ত পারবে কি এই ভয়ানক রেড মার্কেটের মূলহোতার সন্ধান বের করতে?