এই পুস্তিকা একটি পয়গাম। পৃথিবীর সকল মানুষের প্রতি ইসলামের উদাত্ত আহ্বান। সকলের প্রতি আমাদের পয়গাম—ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ ও সর্বজনীন জীবনব্যবস্থা। ইসলামের মাধ্যমেই আখেরাতে মুক্তি লাভ করা সম্ভব। যারা ইসলামকে সত্যধর্ম বলে মনে করেন এবং ইসলাম সম্পর্কে মুগ্ধতা প্রকাশ করেন, তাদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে—তারা যেন দুনিয়ার সম্পদ ও সম্মানের মোহে পড়ে পরকালকে বরবাদ না করে ফেলেন। সকলের কল্যাণকামনার্থে সম্মানিত লেখক ব্যাপকভাবে সবাইকে সম্বোধন করে তার পয়গাম শুনিয়ে গেছেন।