রমযান-ইবাদত করা ও ইবাদত কবুল হওয়ার সবচেয়ে আরাধ্য সময়। এই সময়ে নামায, রোযা, তেলাওয়াত, ইফতার ও দান-সদকায় অপার্থিব আনন্দ পাওয়া যায়। আল্লাহ তায়ালার প্রিয় পাত্র হওয়ার এটি বিরাট সুযোগ। আল্লাহ তায়ালা এই মাসকে মানবজাতির জন্য বিপুল বরকতময় ও কল্যাণকর করেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সারাবছর অপেক্ষা করতেন এই পবিত্র মুহূর্তগুলোর। প্রতিটি মুমিন ও মুসলিমেরও সবচেয়ে আকাঙ্ক্ষিত সময় পবিত্র রমযান। মুমিনগণ অধীর আগ্রহে অপেক্ষা করে কবে আসবে বহুল প্রতীক্ষিত সেই রমযান। রমযানে যেন তারা নিজেকে সঁপে দিতে পারে রোযা, নামায, তারাবী, কোরআন মাজীদ তেলাওয়াত ও মানবতার কল্যাণে। তবে রমযানকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য চাই অগ্রিম প্রস্তুতি। নয়তো সময়ের ফাঁক গলে অলসতা ও অজ্ঞানতায় হারিয়ে যাবে রমযানের সেরা মুহূর্তগুলো। এজন্য রমযান আসার আগেই রমযানের প্রস্তুতি নেওয়া অপরিহার্য।