বাকশক্তিহীন রোজা যখন নিউ জার্সির সেরা ভার্সিটিতে চান্স পেলো, তখন ভেবেছিলো নিজের সব স্বপ্ন একে একে এভাবেই পূরণ করবে। কিন্তু নিজ থেকে কাউকে সাহায্য করতে যাওয়া যে রোজার জীবনের অভিশাপ হয়ে দাঁড়াবে, তা কল্পনাও করেনি রোজা। এই অভিশাপ থেকে বেঁচে ফিরতে পারবে কী রোজা? নাকি জড়িয়ে ফেলবে নিজেকে?
"আপু আপনার লেখা গল্প গুলা জাস্ট অসাধারণ। আপনার প্রথম গল্প অদ্বিতীয়া খুব সুন্দর ছিলো। আমি কোনো দিন ই-বুক কিনি নাই, জীবনে প্রথম বারের মতো ই-বুক কিনেছি "তুমি অদ্বিতীয়া " এই গল্পটা আমার খুব ভালো লেগেছে। আমি আমার ব্যক্তি গত ভাবে বলছি গল্পটা অসাধারণ ছিলো❤️❤️❤️❤️"
এই গল্পের কয়েকটি পর্ব ফেইসবুকে পড়েছিলাম যদিও ধারাবাহিক ভাবে সবগুলোই আসত কিন্তু আমার সেই ধৈর্য আর হয় নি খুব খুব পছন্দের একটা গল্প, তাই কিনেই নিলাম পুরোটা পড়ার জন্য🥰
Read all reviews on the Boitoi app
'তুমি অদ্বিতীয়া', 'অদ্বিতীয়া' দুটো ই-বুকই আমার পড়া। আমার জানা মতে এরকম গুছিয়ে বিদেশি প্লটের গল্প নাবিপুই ভালো লেখেন! আপনার গল্প প্রিয় হওয়ার প্রথম কারণই এটা! বাইরের দেশের ফিকশন ইংরেজিতে পড়েছি তবে অনেক ইচ্ছা ছিল বাংলায়ও ওরকম কিছু ফিকশন পড়ার (স্পাইসিনেস ছাড়া),আর নাবিপুর গল্পের মধ্যে পেয়েও গেলাম! 'অদ্বিতীয়া' গল্পের নোয়ার বিহেভিয়ার যতটা না ক্রেজি ছিল তার থেকে দশগুণ বেশি ক্রেজিনেস আছে 'তুমি অদ্বিতীয়া' নোয়ার মধ্যে! রোজার জন্য নোয়ার ক্রেজিনেস, ডেস্পারেশন, ভালোবাসা সব কিছুই অসাধারণ! তবে শেষ পর্বগুলো পড়ে নোয়ার জন্য কষ্ট হচ্ছিল, সাথে মাথার মধ্যে একগাদা প্রশ্ন গিজগিজ করছে এর পরের খন্ডে কি হবে তা নিয়ে! নাবিপু আর ওয়েট করা যাচ্ছে না! কাইন্ডলি পরবর্তী খন্ড দ্রুত দিন, নাহলে পাঠিকারা অতিরিক্ত চিন্তায় কোমায় চলে গেলে আপনাকে রিমান্ডে নেওয়া হবে! তাড়াতাড়ি দ্বিতীয় খন্ড দিন! আর হ্যা! সব গল্পের মধ্যে আমার কাছে মাস্টারপিস হয়ে থাকবে তুমি অদ্বিতীয়ার 'নোয়া আহমেদ'!!💖🎀
Waiting for the next part. Please, I desperately need it..
নোয়ার পাগলামি গুলো পড়তে তো সেইরকম ভালো লাগছিলো। ৪৩ পর্ব পর্যন্ত তো সব ধুমধাড়াক্কা ভালোই লাগছিলো কিন্তু ৪৪ পর্বের শেষে এসে তো আমার মাথার তারটা ছিঁড়া গেলো 😱😱😱 পরের খণ্ডে নোয়ার কি হবে জানি না তবে রোজাবানুর কপালে শনির নৃত্য আমি এখনই দেখতে পাচ্ছি। রোজারে আসলে শুধু শনিতেই হবে না রবি, সোম, মঙ্গলও একটু ঘুরায় আনুক নোয়া এই দোয়া করি।
আপু এক কথায় অসাধারণ। কী বলবো বুঝতে পারছি না। একটা মাস্টারপিস এক কথায়। প্লিজ আপু ২য় পার্ট জলদি দিননননন । অপেক্ষা করতে পারছিনা। এতো ভালো লিখা হাতে চুমু খেতে ইচ্ছে করছে ❤️❤️❤️ বিগ এসি আপু 😘
অসাধারণ একটি গল্প।শুরু থেকেই নোয়ার বিরাট বড় ভক্ত আমি।সাইকো নোয়ার সবটুকুই ওয়াও একবারে।শেষের টুকু খুবই ইন্টারেস্টিং ছিলো মনে হচ্ছিলো কি হবে কি হবে।রোজার জন্যে নোয়ার পাগলামির কোনো মন্তব্য হয় না।এক কথায় অসাধারণ।অপেক্ষায় আছি রহস্য উন্মোচনের খুব তাড়াতাড়ি দিও আপু
এক কথায় অসাধারণ😌 পারমিতা 1 থেকেই লেখিকার লেখার ফ্যান হয়ে গেছি। আর তুমি অদ্বিতীয়া তো masterpiece🔥 জীবনে ই-বুক কিনি নাই কিন্তু এইবার না কিনে থাকতে পারলাম না.. Part 2 এর অপেক্ষায় পাগল হয়ে যাচ্ছি😭 তারাতাড়ি দিন আপু বলেছিলেন জুলাইয়ে দিবেন জুলাই তো চলে এসেছে কবেই😭🙏
Just loved the book. Different and unique. Eagerly waiting for part 2
Dear লেখিকা আফা, আপনি দয়া করে একটু সাবধানে থাকবেন। তুমি অদ্বিতীয়া তে আপনি মস্ত বড় একটা অপরাধ করছেন। আমাদের নোয়াকে কষ্ট দিছেন। তার ভালোবাসার মানুষটাকে মেরে ফেলছেন। প্রতিশোধের নেশায় ভালো নোয়াকে মাফিয়া কিং বানাইছেন। রোজাকে যারা মারছে সবাইকে নোয়ার নিজ হাতে মারাইছেন। এখন আবার হঠাৎ করেই এমন একটা চেহারা নোয়ার সামনে আনছেন, যাকে কিনা নোয়া দুই বছর আগে কবরে রেখে আসছে। ঐ মেয়ের নাম নাকি রুপা। আবার ওই মেয়ের সাথে লুক, যে কিনা রোজা কে ভালবাসত তাকেও রাখছেন। আবার দুজনেই নোয়া কে দেখে চমকে গেছে। কত বড় প্যাচ লাগাইছেন চিন্তা করেন। এত এত গিট্টু লাগানোর জন্য আমি আপনার নামে কোতুয়ালি থানায় মামলা দায়ের করছি। অতএব নিজেকে প্রটেক্ট করেন। যাইহোক গল্পটা কিন্তু সুপার ফাটাফাটি হইছে।
অসাধারণ হয়েছে,দ্বিতীয় খণ্ডের অপেক্ষায় রইলাম। আপুর লেখা বরাবরই চমৎকার। আশা করি সামনে আরও ভালো ভালো গল্প পাবো। ভালোবাসা নিও ❤️