‘টক টু মি’ যে নিজস্ব জগত তৈরি করে, সেখানে পরিচিত-অচেনা, আলাপ-শব্দহীনতা, মানুষের মন আর শরীরের ঘ্রাণ, সবকিছু একাকার। উম্মে ফারহানা একে একে খোলা জমিনে ছড়িয়ে দেন গানের স্তবক; সুরে জড়ানো থাকে নাগরিক বরফ অথবা সম্পর্কের উত্তাপ। শহরের একমাত্র মনোরোগ বিশেষজ্ঞ, বিদেশি ভাষায় ভাঙা সংলাপ, লাশকাটা ঘরে সাবেক প্রেমিকা, পরিবার, জীবনের আধুনিকতম জটিলতা ইত্যাদি উন্মোচন করতে করতে গল্পকার মূলত সহজ গলায় কথা বলতে থাকেন নিরাপদ বন্ধুর সাথে। তাঁর কাহিনিগুলোতে তাই জড়তা নেই। তারা বরং সীমানাহীন উদারতায় সামনে এসে বসে। বারান্দায় রোদ পড়ে থাকে অবহেলায়; তৃষ্ণার ধুলা নিয়ে আসে উত্তরের হাওয়া। —আব্দুল্লাহ আল মুক্তাদির কবি, কথাসাহিত্যিক