একজন সংগ্রামী প্রাণ: শহীদ ডঃ মুহাম্মদ মুরসি বইটিতে মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ডঃ মুহাম্মদ মুরসির জীবনের উত্থান-পতনের কাহিনি তুলে ধরা হয়েছে। একজন অধ্যাপক থেকে রাষ্ট্রনায়ক হওয়ার অভূতপূর্ব যাত্রা, তাঁর রাজনৈতিক আদর্শ, ইসলামি চিন্তা-চেতনা, এবং মিশরের রাজনীতিতে তাঁর অবদান এখানে বিশ্লেষণ করা হয়েছে। বইটি শুধু একজন ব্যক্তির জীবনী নয়—এটি এক সংগ্রামী জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। তাঁর শাহাদাতের ঘটনাও বইয়ের শেষ অধ্যায়ে মানবাধিকার ও ন্যায়বিচারের দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা হয়েছে। এই গ্রন্থটি শিক্ষার্থী, গবেষক, এবং ইতিহাসপ্রেমীদের জন্য একটি প্রামাণ্য দলিল হয়ে থাকবে।