জীবনের অনেক রঙ। দিন, মাস, বছর আর যুগের পরিক্রমায় কোন রঙেরই পরিবর্তন হয় না। সবাই যে যার মতো রঙিন। চব্বিশ ঘণ্টার দিন, সাত দিনের সপ্তাহ, কিংবা ত্রিশ দিনের মাস বা বারো মাসের বছরে পৃথিবীর কারো ভাগে একটি মুহূর্ত কম পড়ে না। ধনী বা দরিদ্র, সময় সবার জন্য সমান কাঁটায় চলে। প্রকৃতির পালাবদলে বর্ষার সকাল, গ্রীষ্মের থম ধরা দুপুর, বা শীতের রাত যা আসে, তাতে জীবনের রঙ কখনও বদলে যায় না, তবে কারও কারও বেলায় ফিকে হয়ে আসে। সব বর্ষা সবার জন্য সমান বার্তা আনে না। গ্রীষ্ম সবাইকে পোড়ায় না, শীত সবাইকে হিমশীতল আমেজের চাদরে মুড়ে আবেগে উষ্ণ করে তুলতে পারে না। কারও জন্য প্রাণহানিকর। আমাদের জীবনটা কারও কাছে লাল রঙের সংগ্রামী বার্তা আনে, কারও কাছে বেদনার নীল চিঠি। কারো কাছে মন খারাপ করা গোধূলী অথবা নিরস ধূসর সন্ধ্যার পর নিকষ কালো রাত। সবই ভাগ্যের পরিক্রমা। জীবন সবার। যাপন যার যার নিজের। জীবনের কিছু বিচিত্র মুহূর্তের আখ্যানকে একটি মালা এক সুতোয় গাঁথার চেষ্টা করেছি এই ইবুকটিতে। রুবির অমনিবাস। ছোট-বড় মোট ষোলোটি বৈচিত্রপূর্ণ গল্পের মধ্য দিয়ে জীবনের বিচিত্র দিকগুলো ফুটে উঠেছে। পাঠকদের দীর্ঘদিনের আগ্রহ আর আকাঙ্খার প্রতি শ্রদ্ধা আর সমর্থন জানিয়ে এবারে আসছে রুবির অমনিবাস। জনপ্রিয় গল্পের চমৎকার সংকলন। আপনার অবসরের ভালো লাগা।
Read all reviews on the Boitoi app