“কী ডাকবো তবে আপনাকে? বলুন, বলুন। আমিও শুনি, আপনি আমার মুখ থেকে কোন নামটা শুনতে চাচ্ছেন।” এমন কেন করছে নীল চৌধুরী? হতবিহ্বল আমি তার হঠাৎ আচরণের কারণ ধরতেও ব্যর্থ। এদিকে ভয়ে বুকের ভেতর হাতুড়ি পেটা চলছে। কী করবো, কিচ্ছু বুঝতে পারছি না—এমন এক বাজে পরিস্থিতিতে সে আমার আধখাওয়া আইসক্রিম থেকে এক আঙুলের ডগায় একটুখানি তুলে নিয়ে শুধালো, “কী ডাকবো? হুঁ? বোন নাকি...” আমার নাকে আইসক্রিম লাগিয়ে নরম গলায় প্রশ্নটা পরিপূর্ণ করলো, “নাকি বউ?”
সম্ভবত ২০২১ সালে “বেনামি চিঠি” পড়েছিলাম। সেই একই আবেগ আবার খুঁজে পেলাম। এত সুন্দর! হয়তো কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা সাবলীল ও সুন্দর করে তুলে ধরেছো সবটা। শেষটার জন্য গল্পটা অন্যরকম ভালো লাগছে। একটু খারাপ লাগা, আর অনেকটা ভালো লাগা। নীল-কথার জুটি সবচেয়ে পছন্দের জুটি। গল্পটা শেষ হয়ে গেল ভাবতেই কষ্ট হচ্ছে। কত কত অপেক্ষা ছিল এই গল্পের জন্য! কতশত অনুরোধ করেছি! নীল নতুন রূপে ফিরলে ভালো লাগতো। অপেক্ষায় রইলাম। শুভকামনা কথাপরী 🫶
Read all reviews on the Boitoi app
ইমোশনাল হয়ে গেলাম 🥹 আমি ২০২০ এ গল্পটি পড়েছিলাম, শেষের টুকু বাদে। কথা আর নীল এই নামদুটি আমার কাছে একটুকরো কৈশোরের স্মৃতি। ফেসবুকে পড়া প্রথমদিককার গল্প। হৃদয়ে গেথে গেছিলো। কিন্তু সমাপ্তি জানা ছিলো না। আপুর লেখনি অনেক সুন্দর আর মার্জিত। কিন্তু শেষটা আমি মানতে পারছি না কোনোভাবেই 🥹🥺 অন্তত নীল যদি তার পেত্নীকে জানিয়ে যেতে পারত তার মনের অভিলাষ আর বেনামী চিঠির কথা 😭 আমার খুব কান্না আসছে। কথার জন্য খারাপ লাগছে