প্রায়শই শয়তান আমাদের সামনে নানা প্রলোভন নিয়ে হাজির হয়, আমাদেরকে চারপাশে বসে থাকে ওঁত পেতে। অনেক সময় ইবাদাত-বন্দেগি সম্পর্কেও শয়তান আমাদের মনে সন্দেহের সৃষ্টি করে, কুমন্ত্রণা দেয়। বক্ষ্যমাণ বইটি আলোচ্য বিষয়েই এক অনবদ্য সংযোজন। প্রসিদ্ধ ইমাম ইবনুল কায়্যিম আল জাওযী রহিমাহুল্লাহ রচিত ‘মাকায়িদুশ শায়াতিন ফিল ওয়াসওয়াসাতি’ গ্রন্থের ইংরেজি সংস্করণের অনুবাদ। বইটিতে মানবজাতির সর্বনিকৃষ্ট শত্রু শয়তানের নানান ফাঁদ, প্রলোভন, অপকৌশল, কুমন্ত্রণা ও ওয়াসওয়াসার চিহ্নিত করে এসবের প্রতিকার তুলে ধরা হয়েছে। তাই বিষয়বস্তুর ব্যাপ্তির প্রতি লক্ষ্য রেখে আমরা বইটির নাম রেখেছি “শয়তানের প্রবঞ্চনা”।