আশাবাদী মনোভাব আমাদের সকলকে সাফল্য লাভের দিকনির্দেশনা দেয়। জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর একমাত্র পথ হল নিজের ব্যাপারে আশাবাদী হয়ে ওঠা। আপনার কাজের ভিত্তিতে বাকিরা আপনার কর্মক্ষমতার মূল্যায়ন করবে, এবং আপনার কাজকে নিয়ন্ত্রণ করবে আপনার সঠিক চিন্তা-ভাবনা। অনেকেই সারা জীবন একই স্তরে রয়ে যায় কারণ তাদের নেতিবাচক মনোভাব তাদের অগ্রসর হতে দেয় না। একবার একজন ছাত্র আমাকে তার উন্নতির ব্যাপারে জিজ্ঞাসা করেছিল কীভাবে সে সেরা ছাত্র হতে পারে, এবং আমি তাকে বলেছিলাম, "সেরা ছাত্র হতে হলে সেরা মনোভাব দরকার।"