আমাদের সাফল্যের পথ সুগম নয়। এখানে প্রতিযোগিতা এবং প্রতিযোগী শব্দ দুটি পরস্পর সম্পর্কযুক্ত হলেও বিপরীতমুখি, এবং ঘাত-প্রতিঘাতকে অতিক্রম করার অদম্য চেতনাবোধ না থাকলে আমরা কখনো সফলতার মুখ দেখব না। দীর্ঘপথ পাড়ি দেওয়ার ক্লান্তি ভুলে পথিক যখন সুনির্দিষ্ট স্থানে পৌঁছানোর উচ্চাকাঙ্ক্ষা পূরণে দৃঢ় প্রতিজ্ঞ হবে, তখন সে অনায়াসেই লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে। লক্ষ্যে পৌঁছানোর দৃঢ় মনোবলই পথিকের সাফল্য লাভের কারণ। প্রতিযোগিতা আমাদের জীবনের একটি বাস্তব সত্য ঘটনা, কিন্তু অনেক মানুষই প্রতিযোগিতাকে এড়ানোর চেষ্টা করেন।