অপারেশন থিয়েটারের ভেতরে ডাক্তার সাহেব মোবাইল ফোনে ফেসবুক করছেন। লুনা জানে যে তিনি ফেসবুক করছেন, কারণ আগের দিন প্রেসার মাপাতে এসে তাঁর চেম্বারে সে এবং সোহেল যখন চেয়ারে বসে ছিল, তখনও তিনি নিবিষ্টমনে ফেসবুকে কিছু দেখছিলেন। সেদিন লুনা একটু বিরক্ত বোধ করছিল, কিন্তু আজ সে বিরক্ত হওয়ার মতো অবস্থায় নেই। তার দুই হাত অপারেশন টেবিলের দুই পাশে ছড়িয়ে কিসের সঙ্গে বাঁধা। অপারেশন টেবিলের দুই পাশে কি কাঠের তক্তা দিয়ে বাড়তি অংশ থাকার কথা, নাকি?